মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

‘সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে’

নিউজজি প্রতিবেদক ২ নভেম্বর, ২০২৪, ১৯:৩৩:৫৫

82
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে। এ নিয়ে তাকে মিসগাউড করা হচ্ছে। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়া এটা হতে পারে।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাজারের অবস্থা খুব একটা ভালো না। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

স্মরণসভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন