মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

শীত নামবে কবে, যা বলছেন আবহাওয়াবিদরা

নিউজজি প্রতিবেদক ২ নভেম্বর, ২০২৪, ১৯:৪৭:৪০

67
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কার্তিক মাসের অর্ধেক শেষ হলেও দেশের অধিকাংশ স্থানে এখনও গরম কমেনি। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার  পূর্বাভাস বলছে, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। শনিবার আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মোনোয়ার হোসেন চ্যানেল 24 অনলাইনকে বলেন, আরও এক সপ্তাহ আবহাওয়া এই রকম থাকবে। চলতি মাসের ৬-৭ তারিখে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। পরে বেড়ে আবার মাসের শেষের দিকে শীত পড়তে পারে। তবে রাজধানী ঢাকার আগে উত্তরাঞ্চলে শীত আগে পড়বে।

এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমে বলেন, দেশের দক্ষিণ দিক থেকে আসা বাতাস গরম বাড়াচ্ছে। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তবে ঢাকায় শীত পড়তে এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে। আমরা ধারণা করছি, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়তে পারে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন