মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

অটোরিকশার চাপায় প্রাণ গেল বৃদ্ধার, গাড়িসহ চালক আটক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৪, ১৮:১৫:৩০

167
  • অটোরিকশার চাপায় প্রাণ গেল বৃদ্ধার, গাড়িসহ চালক আটক

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে অটোরিকশার চাপায় আবু কালাম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই (ব্রাহ্মণবাহাতা) মাদ্রাসার সামনে নবীনগর টু রাধিকা সড়কে এই ঘটনা ঘটে৷ নিহত বৃদ্ধা নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে।

এ ঘটনায় গাড়িসহ চালক মো. হাকিম মিয়াকে আটক করা হয়েছে৷ সে আখাউরা উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশার চাপায় বৃদ্ধা নিহত হন। এ ঘটনায় গাড়িটি জব্দ ও ঘাতক চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন