মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনবিভাগের গোলাগুলি, জিম্মি ১০ জেলে উদ্ধার

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর, ২০২৪, ১৮:৪৩:১২

57
  • ছবি : সংগৃহীত

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনে বনবিভাগ ও নাম না জানা নবাগত বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার (০৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে গহীন সুন্দরবনের চুনকুড়ি নদীর তক্তাখালী খাল এলাকায় বন বিভাগের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান জানান, সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে জিম্মি করা হয়েছে এমন খবর পরিবারের মাধ্যমে জানতে পেরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার নেতৃত্বে বনবিভাগ ৬০ সদস্যবিশিষ্ট একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনদস্যু বাহিনী বনবিভাগকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বনবিভাগও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মালপত্র ফেলে ৫ সদস্যবিশিষ্ট বনদস্যু বাহিনী সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে ১ রাউন্ড শর্ট গানের গুলি, ১টি সোলার প্যানেল ও ৩টি নৌকা উদ্ধার করে আভিযানিক দল।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামে লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।

গোলাগুলির এক পর্যায়ে বনদস্যু বাহিনী পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ওই ১০ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে বনজীবীদের নির্বিঘ্নে মৎস্য ও কাঁকড়া আহরণের জন্য টহল জোরদার করা হয়েছে তিনি জানান।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন