বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি ৬ নভেম্বর, ২০২৪, ১৮:০৬:৪৫

101
  • কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

শ্রীমঙ্গল সড়কের বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও ৩জন যাত্রী আহত হন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে কমলগঞ্জের শ্রীমঙ্গল রোডের বটতল এলাকায় সিএনজি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহী গ্রামের কাশেম মিয়ার ছেলে মো. সায়েম মিয়া (১৮) ও কমলগঞ্জ মহা-বিদ্যালয়ের ছাত্র অমিত সুত্রধর নিহত হন। এসময়  কমলগঞ্জের সোলেমান মিয়ার মেয়ে জান্নাতুল (১১) ও শ্রীমঙ্গলের গিরেন্দ্র দেব এর ছেলে সৈকৎ দেব (১৭) গুরুতর আহত হন। আহত অন্য যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে হাসপাতালে পাঠান। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন