রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

মাদারীপুরে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি ৪ ডিসেম্বর, ২০২৪, ১৭:৪১:১৮

116
  • ছবি : নিউজজি

মাদারীপুর: গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে মাদারীপুর শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের স্থানীয় সরকার শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক হাবিবুল আলম।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও কো-অর্ডিনেটরদের মূল্যায়ন সহ নানা বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। সভায় মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কো-অর্ডিনেটরদের গ্রাম আদালতের নভেম্বর ২০২৪ মাসের মামলার বিষয়ে মূল্যায়ন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন কালকিনি ডাসার উপজেলার কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। পরে তাকে পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক হাবিবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান, কো অর্ডিনেটর সুরভি আক্তার সহ মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটরবৃন্দ।

প্রথম স্থান অর্জন নাসির উদ্দিন লিটন বলেন, আমি চেষ্টা করছি ভালো পারফরমেন্স অর্জন করার। আমাকে গ্রাম আদালতের কাজের ক্ষেত্রে এ পুরস্কার অনুপ্রেরণা ভোগাবে। আমি সবার কাছে দোয়া চাই।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন