রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

বিসিএস মৌখিক পরীক্ষায় ১০০ নম্বার করার সিদ্ধান্ত

নিউজজি প্রতিবেদক ৪ ডিসেম্বর, ২০২৪, ১৮:৩৫:২১

63
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, পরীক্ষার নম্বার কমানোর পাশাপাশি কমছে বিসিএসের আবেদন ফি-ও। ২০০ টাকা দিয়ে বসা যাবে এই পরীক্ষার টেবিলে। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি-ও ২০০ টাকার বেশি নেয়া যাবে না।

আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে, বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল। আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন