রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর

নিউজজি প্রতিবেদক ৪ ডিসেম্বর, ২০২৪, ১৯:১৫:৩৭

81
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত গ্রহণে সারাদেশে জনমত জরিপ শুরু হচ্ছে। দেশের ৬৪ জেলায় সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপ করবে। যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

গত ৭ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়াও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। গঠিত এই কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে।

এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছে। সেই সঙ্গে ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেয়া হয়েছে। যেখানে ৫০ হাজার ৫৭৩ জন সংবিধান সংস্কার নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন