রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

খাগড়াছড়ি নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি ৬ ডিসেম্বর, ২০২৪, ১৬:১৭:০০

143
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: শহরের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় চুমকী দাস নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে সিএনজি চালক রাসেলকে আটক করেছে পুলিশ। নিহত চুমকী দাস একই এলাকার বাসিন্দা তপন কান্তি দাসের স্ত্রী। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে দুর্বৃত্তরা চুমকী দাসের বাড়িতে প্রবেশ করে তাকে নৃশংসভাবে হত্যা করে। পরে তার গলার হার ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, সিএনজি চালক রাসেল কিছুদিন আগে চুমকী দাসের ছেলে প্রান্ত দাসের কাছ থেকে এক লাখ টাকা হাওলাত নিয়েছিল। টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার দিন সন্ধ্যায় রাসেল চুমকী দাসের সাথে কথা বলতে তার বাড়িতে যায়। 

সন্ধ্যায় চুমকী দাসের ছেলে প্রান্ত শীতের কাপড় নিতে বাড়িতে আসলে মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চুমকী দাসকে মৃত ঘোষণা করে। 

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রাসেল ঘটনার সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 

নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে, দ্রুততম সময়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

এই মর্মান্তিক ঘটনাটি খাগড়াছড়ি শহরের শান্তিপূর্ণ পরিবেশে এক শোকের ছায়া ফেলেছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন