রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি ৬ ডিসেম্বর, ২০২৪, ১৬:৪১:৩৮

188
  • ছবি : নিউজজি

বগুড়া: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার জাঁকজমকপূর্ণ ভাবে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের জেলা পূর্ব শাখার সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান।

জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান ও জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া শহর শাখার উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হক সরকার, উপদেষ্টা আ স ম আব্দুল মালেক, ছাত্র নেতা সাইয়েদ কুতুব, জোবায়ের আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত সম্মেলনে বগুড়া জেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য বগুড়া জেলা সভাপতি মো. মনজুরুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক আতাউর রহমানসহ ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. গোলাম রব্বানী।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন