শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

দেশ

নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

নিউজজি ডেস্ক ৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৯:৪৮

45
  • নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

ঢাকা: ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেল চালক মো. আল-আমিন সিরাজ।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়।

তারা আরো বলেন, তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন