রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর, ২০২৪, ১৩:২৫:০৮

75
  • টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

প্রাথমিকভাবে নিহত ২ জনের নাম–পরিচয় জানা যায়নি। তবে নিহত ২ জনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ১০ বছর।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা জানান, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়। নিহতরা রেললাইন দিয়ে হাঁটছিলেন বলে স্থানীয়রা দেখেছেন। তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত ২ জন বাবা–ছেলে।

 

নিউজজি.এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন