রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর শাখার বর্ষপূর্তি উদযাপন

নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১০ ডিসেম্বর, ২০২৪, ১৩:২৭:৫৩

131
  • বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর শাখার বর্ষপূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, নবীনগর উপজেলা শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে রেলি, আলোচনা-সভা, কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়৷

এ সময়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর শাখা’র সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া অঙ্কুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি, সায়েদুল হক সাঈদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, প্রধান আলোচক হিসেবে ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি এ টি এম মমতাজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান,ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃণমূল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহগীর মৃধাসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির নিবেদনে ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর শাখার সাধারণ সম্পাদক সোহেল খাঁন,অনুষ্ঠান শেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন