রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

মৌলভীবাজার-ঢাকা সড়কে আধুনিক বিলাস পরিবহণের যাত্রা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি ১০ ডিসেম্বর, ২০২৪, ১৪:৪৭:৪০

99
  • মৌলভীবাজার-ঢাকা সড়কে আধুনিক বিলাস পরিবহণের যাত্রা শুরু

মৌলভীবাজার: মৌলভীবাজার- ঢাকা সড়কে যাত্রী সেবায় অত্যাধুনিক বাস বিলাস পরিবহণের যাত্রা শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের বিলাস পরিবহণের অফিস উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর পরিচালক বিএনপি নেতা মো. আব্দুর রহিম রিপন। এ সময় উপস্থিত ছিলেন ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, জেলা সড়ক পরিবহণের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, পরিবহণ শ্রমিক নেতা আজিজুল হক সেলিম, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মো. সেজুল আহমেদ প্রমুখ। এসময় প্রধান অতিথি মো. আব্দুর রহিম রিপন বলেন, আমি আশা করি এই বাসটি ভ্রমণপ্রিয় মানুষের আস্থার যানবাহন হিসাবে পরিচিতি লাভ করবে।

যতটুকু দেখেছি ও জেনেছি বাসগুলো ভ্রমণের ক্ষেত্রে নিরাপদ ও আরামদায়ক হবে। কাউন্টার পরিচালনায় রয়েছেন জেলা মেকানিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রব ও রমজান আহমদ সোহেল। কাউন্টার পরিচালক মো. আব্দুর রব জানান, বিলাস পরিবহণের বাসগুলো একেবারে নতুন এবং আধুনিক।

প্রতিদিন মৌলভীবাজার থেকে ছেড়ে শ্রীমঙ্গল ও শায়েস্থাগঞ্জ হয়ে যাত্রী নিয়ে ঢাকা যাবে যাবে। একই নিয়মে আবার মৌলভীবাজার ফিরবে। শ্রীমঙ্গল কাউন্টারের পরিচালক শ্রীমঙ্গল-শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি মো. তছলিম চৌধুরী জানান, পর্যটন জেলা মৌলভীবাজারের যাত্রীদের অধুনিক ও আরাম দায়ক ভ্রমণ উপহার দিতে এ বাসের যাত্রা শুরু। তিনি এ অঞ্চলের ব্যবসায়ী ও পর্যটকদের সহযোগিতা কামনা করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন