রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

ইউএনও’র সহায়তায় অটোরিকশা ফিরে পেল গিয়াস উদ্দিন

নবীনগর (ব্রাহ্মণবাড়য়িা) প্রতিনিধি ১০ ডিসেম্বর, ২০২৪, ১৮:৩১:৪৩

107
  • ইউএনও’র সহায়তায় অটোরিকশা ফিরে পেল গিয়াস উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজলো পরষিদ প্রাঙ্গনে থাকা ১টি অটোরিকশা (ইজবিাইক) চুরি হয়ে যায়। হারিয়ে যাওয়া সেই অটোরিকশা উপজলো নির্বাহী কর্মকর্তার সহায়তায় ফিরে পলে গিয়াস উদ্দিন। অটোরিকশাটির মালিক উপজলোর বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গয়িাস উদ্দিন।

একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে দিশাহারা হয়ে যান গয়িাস উদ্দিন। হারিয়ে যাওয়ার ঘটনাটি উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীকে অবগত করলে তিনি দ্রুত অটোরিকশা ফিরিয়ে পেতে ব্যবস্থা নেন। উপজলো পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি চুরি করা ব্যক্তিকে শনাক্ত করে অটোরিকশা উদ্ধার করা হয়। ইউএনও এবং সংশ্লিষ্ট  প্রশাসনরে প্রচেষ্টায় অটোরিশাটি ফিরে পান গয়িাসউদ্দিন। অটোরিকশাটি ফিরে পেয়ে অবেগাপ্লুত হয়ে পড়ে গিয়াস উদ্দিন।

এ সময় গিয়াস উদ্দিন উপজলো নির্বাহী কর্মকর্তা রাজবি চৌধুরীকে বলেন, স্যার আমার গাড়িতে একটু বসুন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি । উপজলো নির্বাহী কর্মকর্তাকে প্রাণ ভরে দোয়া করনে অটো রিকশার মালিক। পরে উপজলো নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী সামাজকি যোগাযোগ মাধ্যম ফসেবুকে উপজলো নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়ে পোস্ট করলে ঘটনাটি আলোচনায় আসে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন