রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

‘দেশ সংস্কার না করে নির্বাচন করা হবে যেই লাউ সেই কদুর মতো’

জামালপুর প্রতিনিধি ১১ ডিসেম্বর, ২০২৪, ১৭:৪৪:৪৮

60
  • ‘দেশ সংস্কার না করে নির্বাচন করা হবে যেই লাউ সেই কদুর মতো’

জামালপুর: জামালপুরে ভাষানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ‘দেশ সংস্কার না করে নির্বাচন করা হবে যেই লাউ সেই কদুর মতো।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের সকাল বাজারে মাওলানা ভাষানী অনুসারী পরিষদের কার্যালয়ে গণতন্ত্রমঞ্চের নেতাদের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘৭১ সালে আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু ৫৩ বছরে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাইনি। সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং মুক্তির লক্ষ্যে গত জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে। কিন্তু সেই মুক্তির আকাঙ্ক্ষা যেন নষ্ট হয়ে না যায় সেই কাজটি আমাদের শুরু করা উচিত। আমরা সরকারকে বলেছি প্রথমে সবকিছু সংস্কার করতে হবে। তারপর দ্রুত নির্বাচন দিতে হবে। দেশ সংস্কার না করে নির্বাচন করা হবে যেই লাউ সেই কদুর মত।’

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা সভাপতি আমির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন, অনুসারী পরিষদের জেলার সভাপতি হাসানুজ্জামান তালুকদার বাদল এবং সঞ্চালনা করেন জেএসডি জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট সবুজ উদ্দিন তাজ।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গণতন্ত্রমঞ্চের নেতারা বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি তবে সেটি অবশ্যই সংস্কার করে করতে হবে। জামালপুর সদর আসন থেকে গণতন্ত্রমঞ্চের কোনও প্রার্থী থাকবে কি না সংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেতারা বলেন, সদর আসন থেকে প্রার্থী হিসেবে এক নাম্বারে আছেন আমাদের সকলের নেতা মাওলানা ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন