রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিউজজি ডেস্ক ১২ ডিসেম্বর, ২০২৪, ১৫:১৮:৪৬

57
  • কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম তাজবির হোসেন শিহান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে এবং তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে ৫ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। হানিফ স্পিনিং মিলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে। এ সময় এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন