রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

পাইপগানসহ যুবক গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১২ ডিসেম্বর, ২০২৪, ১৫:১৯:১২

116
  • পাইপগানসহ যুবক গ্রেফতার

ব্রহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় পাইপগানসহ মারুফ ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ সদস্য বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া মারুফ ইসলাম জেলা সদর এলাকার শিমরাইলকান্দি গ্রামের মৃত হারুনূর রশিদের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯, সিলেট এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা কারাগারের দক্ষিণ পাশে র‌্যাব ও সেনাবাহিনী ৩৩ জন সদস্য যৌথ অভিযান চালিয়ে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ১টি পাইপগানসহ হাতে নাতে মারুফকে গ্রেফতার করে। এবং তার বিরোদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন