রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

প্রজেক্টর চুরি, চোরের সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

জামালপুর প্রতিনিধি ১২ ডিসেম্বর, ২০২৪, ১৬:০৯:৪৬

52
  • প্রজেক্টর চুরি, চোরের সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

জামালপুর: জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগ থেকে দুইটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কেউ চোরের সন্ধান দিতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও তদন্ত কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলতি বছরের ২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নং কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়। যদি কোন ব্যক্তি চোরের সন্ধান দিতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে তথ্যদানকারীর সকল তথ্য ও পরিচয় নিশ্চয়তার সহিত গোপন করা হবে বলেও উল্লেখ্য করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকেও দিন দুপুরে প্রজেক্টর চুরি হয়। এর আগে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে দুইটা প্রজেক্টর চুরি হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি প্রজেক্টর চুরি হয়েছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটির সিদ্ধান্তনুযায়ী চোরকে বের করতেই ওই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন