রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

দেশ

পাঁচবিবিতে চালককে আহত করে সিএনজি ছিনতাই

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১২ ডিসেম্বর, ২০২৪, ১৯:৪১:১০

68
  • পাঁচবিবিতে চালককে আহত করে সিএনজি ছিনতাই

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবেশে ভাড়া করে নিয়ে এসে চালককে পিটিয়ে  ও মাথা ফাটিয়ে আহত করে গাছের সঙ্গে বেঁধে রেখে সিএনজি ছিনতাই সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার নওদা গ্রামে।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কলেজ গেট মসজিদের সামনে থেকে যাত্রীবেশে ৫জন লোক জয়পুরহাটে যাব বলে সিএনজি ভাড়া করে। এরপর জয়পুরহাটে আসলে ছিনতাইকারীরা বলে যে আমাদের পাঁচবিবি নিয়ে যান। রাতে পাঁচবিবিতে আসলে পাঁচমাথায় ছিনতাইকারীরা চালককে চাকু ধরে বাধ্য করে সিএনজিটিকে নওদা নামক স্থানে ফাঁকা জায়গায় নিয়ে যায়।

এরপর চালক রাজু (২৮)কে  মুখ বেঁধে অমানুষিক মারপিটে আহত করে গাছের সঙ্গে বেঁধে রেখে তার ব্যবহৃত নওগাঁ-ট-১১-০২৯৪ নম্বরের (গ্যাস চালিত) সিএনজিটি ছিনতাই করে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বিকেলে সিএনজি চালকের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চালকের পিতা বাদী আব্দুর রাজ্জাক বলেন, আমরা খুব গরীব মানুষ। সর্বস্ব বিক্রি করে ছেলেকে ২ লক্ষ টাকা দিয়ে সিএনজিটি কিনে দিয়েছিলাম। সিএনজিটি পাওয়া না গেলে আমরা তো পথে বসব। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন