রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

সিরাজদিখানে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৫:৪৯:০১

67
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত সিরাজদিখান আল-হেরা মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা জামায়েতের আমির মাওলানা মো. কবির হোসাইনের সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা জামায়েত সেক্রেটারি মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা আমির মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজী। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন মুন্সিগঞ্জ পৌর আমির এইচ এম বায়জিদ। তিনি কুরআন ও হাদিসের মাধ্যমে মুসলমানদের করনীয় দিক নিয়ে আলোচনা করেন এবং ইসলামে রাজনীতির দিক তুলে ধরেন।

তিনি বলেন, হযরত মুহাম্মদ (স.) ছিলেন সফল রাষ্ট্র নায়ক সুতরাং রাজনীতির ধারণাই আসে ইসলাম থেকে। যারা গোত্র রাজনীতি করে তারাই সাধারণ মানুষকে ইসলামে রাজনীতি নেই বলে বিভ্রান্ত করে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস বলেন, ইসলামী বিপ্লব সফল করতে হলে শফতের কর্মী হতে হবে যে সকল বাঁধা মুড়িয়ে সফলতা ছিনিয়ে আনবে।

তিনি আরো বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। কেউ যেন জামায়াতে ইসলামের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন, নায়েবে আমীর নূর মোহাম্মদ সিরাজী প্রমুখ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন