রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

বোয়ালখালীতে ডোবার পানিতে ডুবে শিশু নিহত

নিউজজি ডেস্ক ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৬:০১:১৫

61
  • বোয়ালখালীতে ডোবার পানিতে ডুবে শিশু নিহত

ঢাকা: চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবার পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রিশাত। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিশাত ওই গ্রামের মো. রিপনের ছেলে।

নিহত শিশুর চাচা মো. রুবেল বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের এক ডোবায় পড়ে যায় রিশাত। প্রথমে না পেলেও পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খায়রুন মারজান বলেন, রিশাত নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান এ চিকিৎসক।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন