রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

‘কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন’

নিউজজি ডেস্ক ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৬:৩২:১৩

131
  • ‘কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন’

ঢাকা: ‘কষ্ট নেবে কষ্ট/হরেক রকম কষ্ট আছে/কষ্ট নেবে কষ্ট’,  ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’, ‘নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না!’, ‘আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে/নীল নীল বনভূমি ভেতরে জন্মালে/ কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়/অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন,/কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন।’ এই জনপ্রিয় পঙক্তিগুলো যিনি লিখেছেন তিনি কবি হেলাল হাফিজ। ‘যে জলে আগুন জ্বলে’ এক বইয়েই যিনি জয় করে নিয়েছেন লক্ষ্য কবিতা প্রেমীর মন। এমন কোনও কবিতা পাঠক নেই বোধ হয়, যিনি হেলাল হাফিজের কবিতা পড়েননি।

আজ শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে তিনি মারা গেছেন। তাঁর মৃতদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে। সোয়া ২টার দিকে ওয়াশরুমের দরজা খোলা হয়। পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। মাথায় রক্তক্ষরণ হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন