রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৬:৪৪:৫৩

51
  • লক্ষ্মীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ১

লক্ষ্মীপুর: রামগতি উপজেলায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম নাছিমা আক্তার। এ দুর্ঘটনায় তার বড় বোন পুষ্প গুরুতর আহত হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জমিদারহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে দুই-বোন বাবার বাড়ি থেকে চাল কেনার জন্য অটোরিকশায় স্থানীয় জমিদারহাট বাজারে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয় ২ বোন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ছোটবোন নাসিমাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২ নারীকে হাসপাতালে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন