রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ১৪ ডিসেম্বর, ২০২৪, ১৭:২৬:১৯

97
  • ছবি : নিউজজি

চট্টগ্রাম: লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে উপজেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২ হাজার ৯৭ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব মুহাম্মদ হাসান, শহিদ ওয়াসিমের বাবা শফিউল আলম, চাচা রশিদ আহমেদ, মাহমুদুল করিম, ভগ্নিপতি গিয়াস উদ্দিন শিকদার, পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক এবং ইশমামের মা শাহেদা বেগম।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ১ম শহিদ ওয়াসিম ও লোহাগাড়ার ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামীতে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখবে।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসিম ও ইশমামের পরিবারকে অভ্যর্থনা জানানো হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন