রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

দেশ

নবীনগরে ইউনিয়ন কৃষকদলের সমাবেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৪ ডিসেম্বর, ২০২৪, ১৭:৫২:৪০

118
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. ফয়েজ আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহ্বায়ক কেএম মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য মো. সাইফুল হক, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক আল আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু, পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নবীনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কৃষক নেতা কেএম মামুনুর রশীদকে সুন্দর উদ্যোগ সফল করতে অর্থ শ্রম দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। এ সময় বিভিন্ন কৃষক বিগত সরকারের আমলে কৃষি পণ্য বিপণন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন