রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

শ্রীনগর থানার ওসিকে পুনঃবহালের দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১২ জানুয়ারি, ২০২৫, ১৭:৩৮:১৩

255
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে পুনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা। রোববার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মামলার এজাহারভূক্ত আসামি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে রাতে ভাংচুর ও পুলিশকে মারধর করে আসামি তরিকুলকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্ত প্রায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু এই ঘটনায় শ্রীনগর থানায় অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রাতেই তরিকুলকে গ্রেপ্তার শ্রীনগর থানা পুলিশ।

এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওসির পুনঃবহালের দাবিতে ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। ওসিকে পুনঃবহালের দাবিতে তারা ২৪ ঘণ্টা আল্টিমেটাম প্রদান করে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর শ্রীনগর থানা থেকে ৩ জন অফিসার ইনচার্জ পরিবর্তন হয়েছেন। এর মধ্যে কাইয়ুম উদ্দিন চৌধুরী গত ২২ নভেম্বর শ্রীনগর থানায় যোগদান করেছিলেন। এর আগে অফিসার ইনচার্জ হিসাবে যোগদেন ইয়াসিন মুন্সী। তাকেও প্রায় ২ মাসের মাথায় প্রত্যাহার করে নেয়া হয়। অপরদিকে ৫ আগস্ট পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীরকে শিল্প পুলিশে বদলি করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন