রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

জমিসংক্রান্ত বিরোধে টাকা-স্বর্ণালঙ্কার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি ১২ জানুয়ারি, ২০২৫, ১৭:৪০:৩১

62
  • জমিসংক্রান্ত বিরোধে টাকা-স্বর্ণালঙ্কার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর বসত ঘরের তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পারভীন আক্তার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে বিবাদী করে হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, তরিকুল ইসলাম, রতন বিশ্বাস, লাবনী, রিপন ও সীমা আক্তার। তারা সকলেই গালা ইউনিয়নের হাট বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর স্বামী সুরুজ মোল্লার নামে ১নং আসামি তরিকুলের কাছ থেকে বাসুদেবপুর মৌজার আরএস ১৬৫ দাগের ৮.৫০ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে ওই জমি ২নং আসামি রতন বিশ্বাস জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। জমি সংক্রান্ত এই বিরোধের জেরে গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা নগদ ৮ লাখ টাকা এবং ৭ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

বাদী পারভীন আক্তার বলেন, বিবাদীরা ঘরের ভেতর থাকা ট্রাংক ভেঙে ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমার স্বামীকে তরিকুলের লাইসেন্স করা অস্ত্র দিয়ে ৪ রাউন্ড গুলি করে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আতঙ্কে দিন কাটাচ্ছি।

এ বিষয়ে বাদীর স্বামী সুরুজ মোল্লা বলেন, আমি তরিকুলের কাছে থেকে সোয়া চার শতাংশ জমি কিনেছি। ওদের আরও সোয়া চার শতাংশ জমি এখানে আছে। ওর বোনেরাসহ মালিক। গত বৃহস্পতিবার এই জমি রেজিস্ট্রী করার কথা ছিল। আমি রেজিস্ট্রি করার জন্য ব্যাংক ড্রাফটও করেছি। কিছু টাকা কম থাকায় আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে টাকা আনতে পাঠাই। তার আসতে দেরি হওয়ায় বৃহস্পতিবার জমি রেজিস্ট্রী করা যায়নি। ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় টাকা ব্যাংকে রাখতে পারিনি। সেই ৮ লাখ টাকা বিবাদীগণ নিয়ে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই। আমার জানের নিরাপত্তা নাই।

প্রতিবেশী নাছিমা আক্তার বলেন, বিবাদীরা পারভীন ও তার শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ঘরের তালা ভেঙে ঘরের জিনিসপত্র নিয়ে গেছে। আমি তরিকুলকে বলেছি, তুমি তো বাড়ি বিক্রি করে ফেলেছো। পরের বাড়িতে এসে এরকম করা তোমার ঠিক হচ্ছে না।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত তরিকুল ইসলাম টাকা ও স্বর্ণালঙ্কার লুটের কথা অস্বীকার করেন। তিনি বলেন, সুরুজ আমার সোয়া চার শতাংশ জমি ক্রয় করে সাড়ে আট শতাংশ জমি দখল করে রেখেছে। সে বিষয়ে গতকাল (শনিবার) আমিও থানায় একটা লিখিত অভিযোগ করেছি। এছাড়া আমার আরেক বাড়ির উপর দিয়ে বাঁশের সাঁকো দিয়েছে। সেজন্য শনিবার আমি গিয়ে তাদের তিন রুমে তালা মেরে এবং বাঁশের সাঁকো খুলে দিয়ে আসছি।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষ থেকেই থানায় অভিযোগ পেয়েছি। সেটা  তদন্তের জন্য সেখানে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন