রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

ঢাকা জেলা উত্তর শিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব

সাভার প্রতিনিধি ১২ জানুয়ারি, ২০২৫, ১৮:২৮:১৬

68
  • ঢাকা জেলা উত্তর শিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব

সাভার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান ও সেক্রেটারি হয়েছেন আলমগীর হোসেন রাকিব।

সাভার পৌর এলাকার জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে আয়োজিত শিবিরের জরুরি সদস্য সমাবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান ও কার্যকরী পরিষদের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল রাফি।

২০২৫ সেশনের নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে সকল সদস্যগণের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সভাপতি হিসেবে আবু সুফিয়ান ও সেক্রেটারি হিসেবে আলমগীর হোসেন রাকিব নির্বাচিত হন।

এ সময় অতিথি হিসেবে জামায়াতের ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, সাভার থানার আমির আব্দুল কাদের ও জামায়াত নেতা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

শিবিরের সমাবেশে জেলার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন