বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৪ জানুয়ারি, ২০২৫, ১৫:৫৯:৪৩

219
  • রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ০৯ টি চোরাই গরু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ১৩ জানুয়ারি সোমরার গোপন সংবাদের ভিত্তিতে এসআই নীল কমলের নেতৃত্বে রায়গঞ্জ থানার অভিযানিক দল উপজেলার ঝাপড়া হরিণচরণ গ্রামের হাবিবর রহমানের ছেলে আবুল হাসেম (৩৫) এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি   থেকে ছোট বড় মিলে ৯ টি গরু উদ্ধার করে।

উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৫,১০,০০০ (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা। এ ঘটনায় আবুল হাসেমকে আসামি করে থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন