বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজজি প্রতিবেদক ১৮ জানুয়ারি, ২০২৫, ১৫:৫৪:১৬

51
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। এসময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টহল পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনটি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল, খুরশিদ, রাব্বি ও জীবনকে গ্রেপ্তার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতেন। তারা সূত্রাপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন