বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

নবীনগরে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৮ জানুয়ারি, ২০২৫, ১৭:২৭:০৫

49
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ব্যাতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার ছোট শিকানিকায় সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য মিলন মেলা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মানবিক কাজে অবদান রাখায় ৭টি সামাজিক সংগঠন ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল্লাহ্ আল মামুন।

এ সময় মো. মোশারফ হোসেন দারোগার সভাপতিত্বে ও আব্দুল মতিন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আরিফুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ পারভেজ, আবু তাহের মাস্টার, সমাজ সেবক বিল্লাল হোসেন সেপু, মুফতি জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফুল মিয়া, সংগঠনের উপদেষ্টা হাজী মজনু সওদাগর, আমজাদ হোসেন, ছবির হোসেন, মো. শামীম ও মো. সোহেল সরকার, সদস্য সানি আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠার পর থেকে মানবতার ফেরিওয়ালা সংগঠনটির মানবিক, সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা সংগঠনটিকে সত্যিকারের মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত করেন।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, নানা প্রতিকুলতা জয় করে প্রতিষ্ঠার পর থেকেই সমাজের হতদরিদ্র, অসহায় ও এলাকার উন্নয়নে নিরলসভাবে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তারা আশাবাদী।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন