বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

মাদারীপুরে পদ্মানদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি ১৮ জানুয়ারি, ২০২৫, ১৭:৩১:৩১

59
  • মাদারীপুরে পদ্মানদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাদারীপুর: পদ্মানদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ৪টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে পদ্মানদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চরজানাতাজাত নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয় জেলা সদর হাসপাতালের মর্গে।

মাদারীপুরের শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মরদেহটির শরীর ক্ষতবিক্ষত, এজন্য বয়স শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এরই মধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন