বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

‎‎তাড়াশ বিএনপির সভাপতি-সম্পাদকের‎ বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

সিরাজগঞ্জ অফিস ১৮ জানুয়ারি, ২০২৫, ১৭:৫০:০৭

104
  • ছবি : নিউজজি

‎সিরাজগঞ্জ: ‎১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোর পূর্বক পুকুরের মাছ মারার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। গত ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেয়া হয়।

‎‎শুক্রবার (১৭ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টটিকেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্ব প্রাপ্ত কনষ্টেবল লিমা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে থেকে প্রেরিত মামলার প্রয়োজনীয় কাগজ পত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তার সাথে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে।

‎‎এর আগে, গত ৭ অক্টোবর তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে মামলাটির তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল সহ ৫ আসামিকে অব্যবহতি দেয় পুলিশ। পরে পুলিশের দায়ের করা প্রতিবেদনের উপর নারাজি দেয় বাদী পক্ষ। গত ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিসিয়াল ম্যাজিস্টেট অথবা পিবিআই দায়িত্ব দেয়ার আবেদন করা হয়।

‎‎মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎‎মামলার অভিযোপত্রে উল্লেখ করা হয়েছে, তাড়াশ উপজেলার পশ্চিম পাইকড়া মৌজার ২৪ শতক পুকুর পাড়ে মামলার বাদী পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন এবং পুকুরে রুই, কাতলা, মিগেল, বিগেট, সিলভারকাপ, গ্রাসকাপ ও বাটা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে।

‎‎এমতবস্থায় ২০২৪ সালের ৭ আগস্ট তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল ও আফসার আলীর ছেলে সাইদুর রহমান মামলার বাদী ও তার বোনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় পরের দিন ৮ আগস্ট আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে বাদীর পুকুর পাড়ে এসে মাছ মারার উদ্যোগ নেয়। এ সময় মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে পুনরায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

‎‎পরবর্তীতে আসামিরা ৮, ৯ ও ১০ আগস্ট জোর পূর্বক পুকুর থেকে ২২২ মন মাছ মেরে নিয়ে যায়। যাহার মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় রাশিদা সুলতানা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। কিন্তু অভিযোগ পত্রে আসামিদের মধ্যে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, আফসার আলীর ছেলে সাইদুর রহমান, শাহীন তালুকদার ও শরীফের নাম বাদ দেয়া হয়। তদন্ত কর্মকর্তা অবৈধ ভাবে বাধ্য হয়ে মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

‎মামলায় আরো উল্লেখ করা হয়েছে, আসামি আফসার আলী, আমিনুর রহমান টুটুল, সাইদুর রহমান ও শাহীন তালুকদারের দ্বারা অপরাধ সংগঠিত হয়েছে। তদন্ত কর্মকর্তা আসামিদের দ্বারা অবৈধ ভাবে বাধ্য হয়ে মিথ্য তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। ঘটনার সত্যতা প্রমানের জন্য জুডিসিয়াল ম্যাজিস্টেট অথবা পিবিআই দ্বারা তদন্ত করা প্রয়োজন। পরে আদালত মামলাটি তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

‎‎তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, মামলার বাদী যে অভিযোগ করেছে তা সত্য নয়। তদন্তে তা প্রমাণীত হয়েছে। তদন্ত কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি।

‎‎এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বাদীর অভিযোগ সত্য না। ভুয়া কথা। আমরা যা তদন্তে পাইছি তাই দিয়েছি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন