বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি ২০ জানুয়ারি, ২০২৫, ১৭:৫৯:১৭

57
  • ছবি : নিউজজি

গাইবান্ধা: স্ত্রী হত্যার দায়ে স্বামী নূর মোহাম্মদ নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ নয়ন জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারাই গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মৌমিতা আক্তার লতার সাথে একই উপজেলার পূর্ব সোনারায় গ্রামের মতিন মিয়ার ছেলে নূর মোহাম্মদ নয়নের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব কলহ চলে আসছিল। এর জেরে মৌমিতা বাবার বাড়িতে চলে যায়। পরে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মৌমিতাকে নেয়ার জন্য স্বামী নয়ন শশুর বাড়িতে আসে এবং রাত্রি যাপন করে। সকালে তাদের শোবার ঘর থেকে মৌমিতার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এবং স্বামী নয়ন পালিয়ে যায়। এ ঘটনায় ২৩ নভেম্বর মৌমিতার মা গোলেনূর বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী।

গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মাসুদ জানান, দীর্ঘ শুনানি শেষে সর্বোচ্চ রায়ে পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকর চান তারা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন