বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

টুঙ্গিপাড়ায় ২০২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ২০ জানুয়ারি, ২০২৫, ১৮:২৮:৪৯

52
  • টুঙ্গিপাড়ায় ২০২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লা নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার সকালে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহান মোল্লা (২২) টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান। তিনি বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রাম থেকে তাকে ২০২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মাদকের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির ছাত্রদলে জায়গা হবে না। বিষয়টি জেনেছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন