বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

পঞ্চগড়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি ২০ জানুয়ারি, ২০২৫, ১৮:৫৯:০১

72
  • পঞ্চগড়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন আটক

পঞ্চগড়: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত থেকে ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে বোদা থানাধীন বড়শশী বিওপির সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক আটক করা হয়। তাদের মধ্যে ৩জন শিশু থাকায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকৃতরা হলেন—দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিশ্বজিত রায় (২৭), বিশ্বজিৎ রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও তার ছেলে প্রানাভি রায় (০৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তার ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায়(৮)। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের খবর পাওয়া যায়। সাথে সাথে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ০৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় এসেছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রেদয়ানুল হক মণ্ডল জানান, অবৈধ পথে ৮ জন বাংলাদেশি বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছি এসময় তাদের বিজিবি টহলদল আটক করে বোদা থানায় সোপর্দ করে। এদের মধ্যে ৩ জন শিশু হাওয়ায় তাদের মচলেকা দিয়ে পরিবারের সদস্যদের মাঝে দিয়ে দেয়া হয়েছে। বাকি ৫ জনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সোমবার বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন