বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময়-সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি ২০ জানুয়ারি, ২০২৫, ১৯:০৬:৫২

106
  • মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময়-সভা অনুষ্ঠিত

মাদারীপুর: মাদারীপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২0 জানুয়ারি) সকালে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বাবুরহাট গ্রামের কুলসুম মেম্বরের বাড়ির আঙ্গিনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মাইনুদ্দিন সরকার।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় অনুষ্ঠানে বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ইত্যাদি সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সভায় বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, জনস্বাস্থ্য, গুজব, ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপন, মাদক ও সন্ত্রাস, বাল্যবিবাহসহ, বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন। 

মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার কুলসুম, নেতৃস্থানীয় মহিলা সহ অন্যান্য মহিলারা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন