বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

‘চেষ্টা করব শেষ বিন্দু ঘাম রক্ত এক করে ধানের শীষের মনোনয়ন নিয়ে আসার জন্য’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২০ জানুয়ারি, ২০২৫, ১৯:২১:০৭

124
  • ‘চেষ্টা করব শেষ বিন্দু ঘাম রক্ত এক করে ধানের শীষের মনোনয়ন নিয়ে আসার জন্য’

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

তিনি তার বক্তব্যে বলেন, বিগত দিনে বিএনপির রাজনীতিকে নবীনগরে যে ভদ্রলোক প্রতিষ্ঠিত করেছে, সে আর কেউ নয় সে আপনাদের সন্তান, তিনি আমার পিতা মরহুম আলহাজ্ব কাজী মো. আনোয়ার হোসেন। উনি বিএনপি'র হাল ধরার পর এবং উনি বিএনপি'র হাল ধরার পূর্বে বিএনপি’র কয়জন মেম্বার ও চেয়ারম্যান ছিল আমরা সবাই জানি। কেউ এসে বড় বড় কথা বলে ফেলবে আমরা দলের জন্য এত কিছু দিয়েছি, ইতিহাস সাক্ষী আছে, নবীনগরের মানুষ সাক্ষী আছে, আপনারা ষড়যন্ত্রে বিশ্বাস করবেন না। আমি আশা ব্যক্ত করি, এবং আপনাদের দোয়ায় ও সহযোগিতায় ২০১৮ সালে মনোনয়ন নিয়ে এসেছিলাম, ঠিক একইভাবে আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করি, আগামী দিনে বিএনপির মনোনয়নের দৌড়ে চেষ্টা করবো শেষ বিন্দু ঘাম রক্ত এক করে ধানের শীষের মনোনয়ন নিয়ে আসার জন্য।

তিনি আরও বলেন, আগামী দিনে আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রোগ্রাম করবো, বড় মাঠে আর প্রোগ্রাম করবো না। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটি গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে যেই রাজনীতি আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছিলেন সেই রাজনীতির পথে যেতে। গ্রামের ভিতরে এবং গ্রামের মানুষের ভিতরে আমার যেতে হবে। আমরা আশা করি আমাদের জন্য সুদিন সামনে আছে ইনশাআল্লাহ।

এ সময় সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ রকিবুল হক ইকবালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসার সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মকুল, পৌর যুবদলের আহ্বায়ক আলী আজ্জম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন সরকার, যুবদল নেতা আব্দুল হাদী, রওশন আলী, দুলাল মুক্তার, স্বাগত বক্তব্য রাখেন, মোঃ ইকবাল আহমেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন