বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

সলঙ্গায় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২০ জানুয়ারি, ২০২৫, ১৯:৪৮:৫৫

63
  • সলঙ্গায় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রাম থেকে  মনিরুল ইসলাম (২০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার লাশটি তার মামার বাড়ি থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।

মনিরুল পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে মনিরুল তার নানার বাড়িতে থাকতেন।

মনিরুলের ছোট মামি শিল্পী খাতুন বলেন, সকালে আমি আমার বড় ভাই (ভাসুর) মোন্নাফের বাড়িতে গেলে রান্না ঘরের ভেতরে মনিরুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে ঝুলন্ত অবস্থায় মনিরুলকে দেখতে পায়।

সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী জানান, মামা মোন্নাফের বাড়ির রান্নাঘরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মনিরুলের মরদেহ। তার হাত-পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা অবস্থায় ছিল।

ঘরের আড়ার সাথে পাশেই মোবাইল ফোন বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন