শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি, ২০২৫, ১৬:৩৮:২৮

55
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহীর নাম রিফাত আহমেদ কিবরিয়া। এ ঘটনায় আবু সুফিয়ান নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ছত্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া ওই ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। আহত আবু সুফিয়ান একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষায় শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে লেঙ্গুরা ইউনিয়নের ছত্তি গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। রিফাত ও সুফিয়ান এ সময় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে। আর গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন