রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

মানিকছড়িতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষে আহত-১৫

খাগড়াছড়ি প্রতিনিধি ২৪ জানুয়ারি, ২০২৫, ১৫:৪১:০৩

89
  • মানিকছড়িতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষে আহত-১৫

খাগড়াছড়ি: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে থাকা অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শান্তি পরিবহণের বাসটিতে (ঢাকা মেট্রো-ব ১৪-৬৯৬৪) করে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়ে মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌছলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা খালি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী কম-বেশি আহত হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

বাসে থাকা আহত যাত্রী শ্রাবশ্রী চাকমা বলেন, ‘আমরা পারিবারিক পিকনিকে চট্টগ্রামের আনোয়ারা পারকিচর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে। যারা একেবারেরই আহত হয়নি বা অল্প আহত হয়েছেন তারা খাগড়াছড়ি ফিরে গেছেন।’

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ১জন ব্যতীত তেমন গুরুতর আহত কেউ হয়নি। ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন