বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ছাত্র সমন্বয়কের উপর হামলা, মালামাল লুট

সিরাজগঞ্জ অফিস ২৫ জানুয়ারি, ২০২৫, ১১:২৩:২৮

246
  • সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ছাত্র সমন্বয়কের উপর হামলা, মালামাল লুট

সিরাজগঞ্জ: কড্ডার মোড়ে ছাত্র সমন্বয়ন জাকারিয়া হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকাররিরা “জাকারিয়া টেলিকম” নামে পাইকারি ও খুচরা দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার রাতে সমন্বয়ক জাকারিয়া একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আসামিরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের নুরু ইসলাম লুলুর ছেলে আলমগীর হোসেন ও আব্দুল আলীম, একই গ্রামের মো. পাষানের ছেলে আশরাফুল ইসলাম। এছাড়া ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার সমন্বয়ক জাকারিয়া হোসেন (০১৭৯৭৪৬৮০৬৫) সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে তার মামা মইনুল ইসলামের সাথে যৌথভাবে “জাকারিয়া টেলিকম” নামে পাইকারি ও খুচরা মোবাইল ফোন ও ফোনের সরঞ্জমাদির দোকান পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাকারিয়া হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করায় উল্লেখিত আসামিরা তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছে। এরই জেরে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা লোহার রড, হকিস্টিক, কাঠের বাঠাম নিয়ে “জাকারিয়া টেলিকম” উপস্থিত হয়ে হামলা চালায়। এতে সমন্বয়ক জাকারিয়া ও তার মামা মইনুল ইসলাম আহত হয়। হামলায় ৪০-৫০ হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়।

হামলাকারিরা দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা ও ১৫টি বিভিন্ন দামের মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় জাকারিয়া ও তার মামার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারিরা পালিয়ে যায়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন