শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

ঈদগাঁওয়ে হচ্ছে না বস্ত্র মেলা

কক্সবাজার প্রতিনিধি ২৫ জানুয়ারি, ২০২৫, ১২:০২:১২

44
  • ছবি : নিউজজি

কক্সবাজার: আয়োজক কমিটির নেতৃবৃন্দ এসে শুক্রবার (২৪ জানুয়ারি) স্বয়ং এ ঘোষণা দিয়েছেন। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ, বৃহত্তর মেহের ঘোনাবাসী ও এলাকার সাংবাদিকদের ব্যাপক তৎপরতার কারণে স্থানীয় রশিদ আহমদ কলেজ সংলগ্ন মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্পের এ মেলা করবে না বলে জানিয়ে দিয়েছেন মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব।

তারা বলেছেন, বৃহত্তর ঈদগাঁওর সব মানুষ চাইলেও যদি ওলামা পরিষদ না চান তবে এ মেলা হবে না। শুক্রবার বাদে জুমা ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে মেলা না করার ঘোষণা দেন মেলা কমিটির চেয়ারম্যান সেলিম মাহমুদ এবং মহাসচিব আব্দু শুক্কুর। এর আগে ওলামা পরিষদের উপদেষ্টা হাফেজ কামাল আহমদ কয়েক দফে সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজলের সাথে কথা বলেন।

তিনি ওলামা পরিষদ, স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আবেগ ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মেলার আয়োজন করা হবে না বলে আলেমদের আশ্বস্ত করেন। বৈঠকে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও উলামা পরিষদের উপদেষ্ট হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, আলেমেদ্বীন হাফেজ কামাল আহমদ, রাজনৈতিক নেতা শহীদ উল্লাহ মিয়াজী, উলামা পরিষদের হাফেজ মাওলানা আমিনুর রশিদ, মেহের ঘোনার মেম্বার গিয়াস উদ্দিন বাহারসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

মেলা আয়োজকদের এ ঘোষণায় এক রুদ্ধশ্বাস অবস্থা থেকে স্বস্তির নিঃশ্বাস লাভ করেছেন বৃহত্তর ঈদগাঁওর সর্বস্তরের জনগণ।

শনিবার (২৫ জানুয়ারি) এ মেলা উদ্বোধন হওয়ার কথা। এতে প্রধান অতিথি করা হয়েছিল বিএনপি নেতা লুৎফুর রহমান কাজলকে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন