বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

রাজশাহীতে শহিদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি ২৫ জানুয়ারি, ২০২৫, ১৬:৪০:৪৯

474
  • ছবি : নিউজজি

রাজশাহী: শিরোইল কলোনিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো শহিদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

নিউ কলোনি ক্রিকেট ক্লাব এনসিসির আয়োজনে ৫ম তম খেলার আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন দর্শকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও মহানগর যুবদলের সদস্য আব্দুল কাদের উৎসব, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ, ১৯নং ওয়ার্ড যুবদলের, আব্দুস সাত্তার রানা ও আশরাফুল হুদা সিয়াম, এবং বিশিষ্ট সমাজসেবক খালিদ হোসেন ভোলা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। টুর্নামেন্ট আয়োজনের জন্য সকল আয়োজক এবং কর্মীদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতা টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জহির স্মৃতি ও আনলোক স্পোর্টস। ৮ ওভারের ম্যাচে জহির স্মৃতি ৩০ রানের টার্গেট দেয়। জবাবে আনলোক স্পোর্টস মাত্র ১ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে জয়লাভ করে।

এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবসমাজে খেলাধুলার চেতনা বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও জমজমাট প্রতিযোগিতার প্রত্যাশা করছেন দর্শকরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন