বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত বাস সার্ভিস উদ্বোধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ২৫ জানুয়ারি, ২০২৫, ১৭:২১:০৩

104
  • ছবি : নিউজজি

চট্টগ্রাম: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শুভ উদ্বোধন হল আস্থা ও সাফল্যের প্রতীক ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL) এর শাহ আমানত বাস সার্ভিস। চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পরিচালনায় ৬টি বাস চলবে এ সড়কে ক্লোস ডোর স্পেশাল কাউন্টার সার্ভিস বহদ্দারহাট টু কাপ্তাই জেটি ঘাট পর্যন্ত।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বাসটার্মিনালে ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিসের ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ওয়াইসিএলের কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL) এর ব্যবস্থাপক পরিচালক ও ওয়াইসিএল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, ওয়াইসিএল বাস সার্ভিসের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাছান সিকদার। সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ওয়াইসিএলের প্রধান উপদেশ ও চলচিত্র পরিচালক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবু নাছের, মার্কেটিং ডাইরেক্টর মুহাম্মদ আশরাফুল ইসলাম, কর্পোরেট ট্রেইনার সাইফুল ইসলাম, প্রজেক্ট ডাইরেক্টর শাহ জাহান প্রমুখ। 

বাস সার্ভিস শুভ উদ্বোধন শেষে ওয়াইসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, ওয়াইসিএল হল সমগ্র বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে সেবা ও স্বাবলম্বী মূলক একটি প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য হল মানুষের মাঝে সেবা দেয়া তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আমাদের শাহ আমানতের সহযোগিতায় আমাদের ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিস চালু করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে যার মাধ্যমে মানুষের একদিকে সেবা করছি অন্যদিকে উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছে।

এদিকে ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিস শুভ উদ্বোধন শেষে ওয়াইসিএল শাহ আমানত বাস যোগে কোম্পানির রাঙ্গুনিয়া ইছাখালীতে অবস্থিত ওয়াইসিএল সততা এগ্রো ফার্মে উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে সমস্র বাংলাদেশ থেকে আসা প্রায় ৮২০ জন ওয়াইসিএলের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন