বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

দেশ

২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ৯

নিউজজি ডেস্ক ২৫ জানুয়ারি, ২০২৫, ১৯:০৩:৩১

62
  • ছবি : সংগৃহীত

ঢাকা: এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি জানুয়ারির ২৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১ জন ডেঙ্গু রোগী। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। এতে নতুন বছরের ২৫ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৯ জনেই স্থির রয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে ৭ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২১ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৫ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২০৮ জন, ঢাকা বিভাগে ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৪ জন, ডিএনসিসিতে ১৬৪ জন, বরিশাল বিভাগে ১৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন