শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

আ.লীগের গঠিত ট্রাইব্যুনালে তাদেরই বিচার হবে: জামায়াত নেতা

সাভার প্রতিনিধি ২৬ জানুয়ারি, ২০২৫, ১১:৫১:০৭

250
  • ছবি : নিউজজি

সাভার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরচার আওয়ামী লীগের আমলে গঠিত ট্রাইবুনালেই তাদের বিচার করতে হবে। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, ভুয়া ভোটার বাদ দিয়ে সঠিক তালিকা প্রণয়ন, দ্রব্যমূলের দাম কমানোর জন্য অন্তর্বতী সরকারের প্রতি দাবি জানান তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম ও মাওলানা আব্দুল মান্নান, ঢাকা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম ও মাওলানা মো. আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত সাড়ে ১৬ বছর জাতি ফ্যাসিবাদি শাসনের অধীনে ছিল। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না। ২০০৮ সালের পর থেকে অন্তর্ভুক্ত হওয়া ২ কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

তিনি আরো বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। তাদের রক্ত কি বৃথা যাবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার জন্য তারা রক্ত দিয়েছে। স্বৈরাচার পালিয়ে গেছে, যারাই স্বৈরাচারের মত আচরণ করবেন তাদেরও একই পরিণতি হবে। আমরা প্রতিবেশীদের প্রতি ভরসা করি না, অন্যায়ের সাথে আপোস নাই। চাঁদাবাজি বন্ধ করা ও বাজার সিন্ডিকেট ভেঙে দেয়ার জন্য তিনি বতর্মান সরকারের প্রতি আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতের কর্মীদের কোরআন-হাদীসের চর্চা বাড়াতে হবে, ৩ দফা দাওয়াত এবং ৪ দফা কর্মসূচি প্রতিটি মহল্লায় জনগণের মাঝে পৌঁছাতে হবে। ইসলামের বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই হতাশ না হয়ে আল্লাহ্কে ভয় করতে হবে, তার উপরই ভরসা করতে হবে, মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে এবং এই মুহূর্তে জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, সমাজ থেকে সকল ধরনের অন্যায়-অবিচার বন্ধ করতে হবে। জনগণের সেবক হতে হবে, আল্লাহর অনুগত বান্দা হতে হবে, তাহলেই ন্যায়ভিত্তিক সমাজ কায়েম হবে। আমরা কুরআনের শাসন কায়েম করে দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে চাই।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, বিগত সময়ের চেয়ে এখন মাঠে ময়দানে আরো বেশি কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় কাজ করতে হবে। আর ফ্যাসিবাদীদের ব্যাপারে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলার রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান, মানবসম্পদ সম্পাদক আতাউর রহমান, যুব সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সভাপতি হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ঢাকা জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল ৯টার মধ্যেই সম্মেলনের মাঠে উপস্থিত হন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন