সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

যশোর কারাগারে এক কয়েদির মৃত্যু

নিউজজি ডেস্ক ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:০৫:২৫

86
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যশোর কেন্দ্রীয় কারাগারে এনামুল হক নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন। মৃত এনামুল হক যশোর সদরের চাঁদপাড়া গ্রামের মফজেল হকের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এনামুল বুকে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন। তখনই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ২০২৪ সালের ২০ মে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন বলে জানান কারাগারের জেলার।

যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুমাইয়া জানায়, হাসপাতালে আনার অল্প সময়ের মধ্যে এনামুল হক মারা যায়। তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছিলেন সেই পরীক্ষা-নিরীক্ষাও করা যায়নি। তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন