সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

শেখ হাসিনার বক্তব্য ভালোভাবে নেয়নি ছাত্র-জনতা: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজজি প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯:১১:৫২

167
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা দিচ্ছেন সেটাকে ছাত্র-জনতা ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

রাজধানীর ধানমন্ডির-৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তৌহিদ হোসেন। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটির চেষ্টা সরকার করবে বলে জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম কয়েক দিনের আইনশৃঙ্খলা সমস্যার পরে আস্তে আস্তে সবকিছু স্থিতিশীল হয়ে আসছিল (অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর)। এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত, কিন্তু ঘটেনি। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা তিনি দিচ্ছেন সেটাকে ছাত্র-জনতা ভালোভাবে নেয়নি। তিনি অবিরাম উসকানি দিয়ে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে এ ঘটনাগুলো ঘটছে বলে আমাদের বিশ্বাস। শেখ হাসিনা যদি বিরত থাকতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।

তিনি বলেন, সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা বিরত করতে পেরেছে যেন বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয়। যখন শুরু হয়েছিল তারা সম্পূর্ণ থামাতে পারেনি। কিন্তু এটা যেন ছড়িয়ে না পড়তে পারে বা আর যেন ক্ষতি না হয় সেটা তারা করতে পেরেছে।

শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে আবারও যদি ভাঙচুর হয় সেটি সরকার কিভাবে মোকাবিলা করবে? নাকি এ রকম ছেড়ে দেবে— এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে করলে তিনি আরও ভালো উত্তর দিতে পারবেন। একটা ঘটনা ঘটে গেছে মানে এমনি ঘটনা সবসময় ঘটবে এমন কোনো কথা নয়।  

তিনি বলেন, শেখ হাসিনা বিবৃতি দিয়ে যাচ্ছেন এটাও সত্য। তবে তার সাম্প্রতিক বক্তব্য বেশি আক্রমণআত্মক, যেটা হয়তো তরুণদের সেন্টিমেন্টে লেগেছে। আমরা তো ভারতকে অনুরোধ করেই যাচ্ছি তাকে যেন বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়।

প্রসঙ্গত, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

এদিন বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি ৩২ ভাঙার ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও। তিনি লিখেন, ‘থাকবে না ৩২ নম্বর থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

সন্ধ্যা ৭টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ (বুধবার) রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।’ 

এরপরই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরে রাত ১০টা ৫০ মিনিটে বাড়ির সামনে বুলডোজার আনা হয়। 

ভাঙচুরের আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না।’

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন